নীলফামারীর ডিমলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী। গতকাল সোমবার ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিমলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শাহরিন ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। অন্যদের মধ্যে জেলা বিএনপির উপদেষ্টা রইসুল ইসলাম চৌধুরী, আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রেয়াজুল ইসলাম কালু, সদস্য মুক্তার হোসেন, শেফাউল জাহাঙ্গীর সেপু, রেদওয়ানুল হক বাবু, প্রবীর গুহ রিন্টু, আক্তারুজ্জামান সুমন বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :