জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিজয় র্যালি করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ জোহা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ এম আব্দুল আলিম বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে সব শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই-পরবর্তী সময়ে আমাদের ভেতর ঐক্যের অভাব দেখা দিয়েছে। আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান, রাবি রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।