প্রথমবারের মতো সারা দেশে শহিদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটে। দিনটি পরবর্তীকালে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়। গতকাল দিবসটি পালনে সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সারা দেশে জুলাই গণঅভ্যুথানে শহিদের কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রূপালী বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
ঠাকুরগাঁও: সরকার ঘোষিত প্রথমবারের মতো পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এ ঐতিহাসিক আন্দোলনের শহিদদের। এ উপলক্ষে গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নির্মাণাধীন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা। এ ছাড়া উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
চাঁদপুর প্রতিনিধি: গেল বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহিদ হন। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাইয়ে জেলাজুড়ে সব শহিদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহিদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, শহিদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সব উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে শহিদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহিদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, ওসি ময়নুল হোসেন, শহিদ বিশালের বাবা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর ম-ল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের আমির সাজেদুর রহমান প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি: জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অভ্যুত্থানে নিহত শহিদদের। এ উপলক্ষে গতকাল সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহিদ রুবেলের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসীন।
এরপর পর্যায়ক্রমে নীলফামারী পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার বাকি তিন শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে সারা দেশের মতো গতকাল গোপালগঞ্জেও জেলা প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করে। এদিন সকালে জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের ৭ জন শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এবং শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত নেতা অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, অধ্যাপক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
জামালপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্যর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুরে সদ্যর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ সাফওয়ান আখতার সদ্যর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে নিহত তিন শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। গতকাল সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। জুলাই বিপ্লবে তিন শহিদ হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. হান্নানের ছেলে শহিদ শেখ জাহাঙ্গীর আলম (৫২), শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খ- গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে হাফেজ মো. শরিফুল ইসলাম (২১) ও মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের শেখ জামাল উদ্দিনের ছেলে জাকির হোসেন রানা (২৭)।
গতকাল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত থেকে শহিদ শেখ জাহাঙ্গীর আলমের সমাধিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শহিদ হাফেজ শরীফুল ইসলামের সমাধিতে সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এবং শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক শহিদ মো. জাকির হোসেন রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শেরপুর প্রতিনিধি: শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ মো. মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
এ সময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকব ও সুধীজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মাহবুব আলমসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ সবার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থাননে শহিদ রিতা আক্তারের কবরে গতকাল সকালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সকালে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভার ব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার। তিনি রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শহিদ রিতার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের তালখুর গ্রামে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান শহিদ রিতার বাবা এবং পরিবারের অন্য সদস্যদের সমবেদনা জানান। তিনি বলেন, রিতার এই আত্মত্যাগ বাংলাদেশ চিরকাল মনে রাখবে এবং জাতীয় বীর হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, কালাই থানার ওসি জাহিদ হোসেন, সহকারী ভূমি কর্মকর্তা ইফতেকার রহমান, আবাসিক মেডিকেল অফিসার নাহিদ নাজনীন ডেইজিসহ আরও অনেকে।
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: ঐতিহাসিক ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ নিহত বেতাগীর দুই কৃতী সন্তান শহিদ লিটন মাতুব্বর ও শহিদ মো. টিটু হাওলাদারের প্রথম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার, বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনিরসহ প্রশাসনে বিভিন্ন কর্মকর্তারা। এ সময় শহিদদের বাড়িতে গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান।
নেত্রকোনা: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ রমজানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তারা শহিদ রমজানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। পরে শহিদ রমজানের মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র্যালি বের করে। র্যালিটি দৌলতগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। তিনি বলেন, আওয়ামী দুঃশাসন আমলে সব অপকর্মের নায়ক হাসিনা বলেছিল, সে পালিয়ে যাবে না। অবশেষে ভারতেই পালিয়ে গেছে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। নির্যাতিতরা মুখ বুঝে সব নীরবে সহ্য করেছিল। শত জুলুম অত্যাচার সহ্য করে ছাত্র-জনতাকে নিয়ে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ওই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আজ সেই বিজয়ের দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, যুগ্ম আহ্বায়ক মো. মনির আহমেদসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা।
আপনার মতামত লিখুন :