বগুড়ার কাহালু উপজেলায় জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকার বাচ্চু ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, স্থানীয়রা মরদেহটি দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে। কয়েকদিন আগের হওয়ায় মরদেহ ফুলে বিকৃত হয়ে গেছে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, মরদেহটি সম্ভবত মানসিক ভারসাম্যহীন কারো হতে পারে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :