মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল সকালে দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
তে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রব। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।
আপনার মতামত লিখুন :