ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ছয়টি ইউনিয়নের ৬ জন সুফলভোগীকে একটি বকনা বাছুর ও চার বস্তা (১০০ কেজি) করে দানাদার খাদ্য বিতরণ করা হয়।
সুফলভোগীরা হলেন- গেদুরা ইউনিয়নের সুজন মুরমু, আমগাঁও ইউনিয়নের শ্যামলি হেমরম, বকুয়া ইউনিয়নের ফুলমনি মুরমু, ডাঙ্গীপাড়া ইউনিয়নের হেমন্ত সরেন, হরিপুর ইউনিয়নের লিটন মুরমু ও ভাতুরিয়া ইউনিয়নের বিমল।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. সোহানুজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :