বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। দক্ষিণাঞ্চলের বৃহৎ মাছের মোকাম কুয়াকাটা-আলীপুর-মহিপুর ইলিশে সয়লাব হয়ে গেছে। গত দুইদিনে মৎস্যবন্দরগুলোতে হাজার মণ ইলিশ বিক্রয় হয়েছে। এতে হাসি ফুটেছে ট্রলার মালিক, আড়ৎদার ব্যবসায়ী ও জেলেদের মুখে। কর্মচাঞ্চল্য ফিরছে উপকূলের মৎস্যবন্দরগুলোতে। জেলে পরিবারের দীর্ঘদিনের হতাশা কেটে গেছে। উপকূলের জেলেপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের বৃহৎ মাছের মোকাম কুয়াকাটা-আলীপুর-মহিপুর মৎস্যপল্লিতে প্রচুর পরিমাণে ইলিশ উঠেছে। সাগর থেকে ইলিশভর্তি সারি সারি ট্রলার ঘাটে ভিড়েছে। ওইসব ট্রলার থেকে ইলিশ নামানো হচ্ছে। পাইকারদের নিকট মাছ বিক্রয় করছেন আড়ৎদাররা। কেউ কেউ মাছের সাইজ আলাদা করছেন। কেউ ইলিশ মাছের ঝুড়ি টানছেন, কেউ প্যাকেট করছেন, আবার কেউ সেই ডোল (প্যাকেট) দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে।
অন্যদিকে খুচরা মাছবাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত ইলিশের সরবরাহ। গত কয়েকদিন যাবৎ গড়ে এ মোকাম থেকে ৪৫-৫০ টন ইলিশ দেশের বিভিন্ন মোকামে যাচ্ছে। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও শিকার করছে জেলেরা।
ইলিশ নিয়ে ঘাটে ফিরে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে প্রচুর পরিমাণে ইলিশ আছে। জাল ফেললেই ধরা পরছে ইলিশ। তবে বড় সাইজের ইলিশ ধরা পরছে কম। দীর্ঘদিন পর ইলিশের দেখা পেয়ে তারা অনেক খুশি। এদিকে সামনে পূর্ণিমার জো থাকায় জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছে।
গত বুধবার সন্ধায় সাগরে ফিশিং শেষে আলীপুর-মহিপুর ঘাটে ফিরে এসেছি ২০-২৫টি ট্রলার। প্রত্যেকটি ট্রলারই কম বেশি মাছ পেয়েছে। এরমধ্যে এফবি তামান্না ট্রলারে প্রায় ১০ মণ মাছ পেয়েছে। প্রতি মণ ৭৪ হাজার টাকা দরে ৭ লাখ ৫০ হাজার টাকা বিক্রয় করেছেন। এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি ৯ লাখ ৭৫ হাজার টাকার মাছ বিক্রয় করেছেন। এফবি মায়ের দোয়া নামের একটি ১৩ লাখ ৫১ হাজার টাকার মাছ পেয়েছে। এফবি জামাল নামের একটি ৮০ মণের বেশি মাছ পেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্রয় হয়নি। তবে ট্রলারের জেলেরা ধারণা করেছেন ২৪-২৫ লাখ টাকা হতে পারে।
মৎস্য ব্যবসায়ী আ. জলিল বলেন, গত কয়েকদিন ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরছে। প্রতিদিন গড়ে শুধুমাত্র আলীপুর বন্দরে ২০-২৫ টন ইলিশ উঠে। মাছের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমছে। এক কেজি ওজনের প্রতি মণ ইলিশের পাইকারি দাম ৬৫-৭০ হাজার টাকা, ৭০০-৮০০ গ্রাম সাইজের দাম ৪৫-৫০ হাজার টাকা, ৪০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের দাম ৩৫-৪০ হাজার টাকা, ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৫-৩০ হাজার টাকা। জাটকা বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টাকায়।
এফবি জামাল ট্রলারের মাঝি জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে ছোট সাইজের ইলিশ ধরা পরছে। বড় সাইজের ইলিশ ধরা পরছে তুলনামূলক অনেক কম। ট্রলিং ট্রলার বন্ধ করলে মাছ বাড়বে।
এফবি তামান্না ট্রলারের মাঝি ইউনুচ মিয়া বলেন, ‘আমরা লম্বা জাল নিয়ে মাছ ধরি। আমার জাল সাড়ে ৩ ইঞ্চি থেকে চার ইঞ্চির। আমি ৬৫০ পিস বড় সাইজের ইলিশ পেয়েছি। আজ দুপুরে ৭ লাখ ৫০ হাজার টাকা বিক্রয় করেছি। ট্রলিং জাল ছোট ফাঁসের জাল বন্ধ করলে আরও বেশি মাছ পাওয়া যেত।
আলীপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী ইউসুফ হাওলাদার বলেন, বর্তমানে পর্যাপ্ত ইলিশের দেখা মিলেছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। আলীপুর-মহিপুরে প্রতিদিন গড়ে ২০-২৫ টন ইলিশ কেনা বেচা হচ্ছে। মৎস্য সংশ্লিষ্ট সকলে খুশি। তবে এখন জাটকা ইলিশ ধরা পরছে বেশি। তাই জাটকা ইলিশ নিধনের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করলে বড় সাইজের ইলিশ আরো বাড়বে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বৃষ্টি থাকলে আরও বেশি ইলিশ ধরা পড়বে এবং বন্দরের ইলিশ সংশ্লিষ্ট সবাই লাভবান হবে।
আপনার মতামত লিখুন :