টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। গত শনিবার জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ গারো ও কোচ সম্প্রদায়ের ৭টি সংগঠনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গারো নেতা ইউজেন নকরেক সভাপতিত্বে বক্তব্য দেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, থিউফিল নকরেক, গারো লেখক ড. গ্রেনার নকরেক, গারো নারী সংগঠক এবং আচিকমিচিক সোসাইটির সভানেত্রী সুলেখা ¤্রং, গারো আইনজীবী জন জেত্রা, টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, গারো শিক্ষক এপ্রিল পল মৃ, অবসরপ্রাপ্ত কোচ দায়রা জজ জগদীশ চন্দ্র বর্মণ, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ অন্যরা। আলোচনাসভা শেষে পরে গারো ও শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। সন্ধ্যায় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন