গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোর ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে মূল দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং সিকিউরিটি গার্ড হিজবুল্লাহকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির দ্বিতীয় তলায় উঠে ডা. হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী লুট করে নেয়।
এ সময় ডাকাতদের হামলায় সিকিউরিটি গার্ডসহ তিনজন আহত হন। ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করে। জিএমপি গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গাজীপুরে সম্প্রতি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন