কুমিল্লার লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত পৌনে ১২টার দিকে হঠাৎ কারখানার অফিস ও গুদাম অংশে আগুন দেখা যায়। কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা কারখানার মালিক, পুলিশ, দমকল বাহিনী ও সেনা ক্যাম্পে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন কারখানার সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলে।
পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় কারখানায় কেউ উপস্থিত ছিলেন না, এবং কারখানাটি বন্ধ ছিল।
কারখানার মালিক নুর আলম বলেন, ‘আমার শেষ সম্বল এই কারখানা। আগুনে সব পুড়ে শেষ হয়ে গেলো, আমি এখন সর্বস্বান্ত।’ তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০-৮৫ লাখ টাকা হতে পারে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন