মুন্সীগঞ্জের গজারিয়ায় আখখেতের শিয়াল তাড়ানোর জন্য পাতা বিদ্যুতের ফাঁদে স্পর্শ হয়ে শাহিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতের কোনো একসময় গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলসকান্দি গ্রামে মো. মিন্টু মিয়ার আখখেতে এ ঘটনা ঘটে। নিহত শাহিন টেংগারচর ইউনিয়নের মো. জহিরুল ইসলামের দ্বিতীয় সংসারের ছেলে। তবে তিনি মায়ের সঙ্গে নানা বাড়ি হোসেন্দি ইউনিয়নের ইসমানিচর গ্রামে বসবাস করতেন।
পরিবারের দাবি, এশার নামাজের পর থেকে শাহিন নিখোঁজ ছিলেন। সারারাত খোঁজাখুঁজির পর বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান তার লাশ আখখেতে পড়ে আছে। হোসেন্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. কিরণ হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। আখখেতের মালিকের ছেলেও স্বীকার করেছে যে, সে বাবাকে বিদ্যুৎ সংযোগ না দিতে নিষেধ করেছিল, কিন্তু তার বাবা তা শোনেননি। ঘটনার পর মিন্টু মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি; বসতঘরে তালা ঝুলতে দেখা গেছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।’
স্থানীয়দের অভিযোগ, হোসেন্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলমান। তারা প্রশ্ন তুলেছেন- শাহিন কি সত্যিই আখ আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন