কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু ও বান্দরবান সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত প্রায় দেড় হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকাল ১১টায় কক্সবাজার ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান।
অনুষ্ঠানে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এমরান, কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), বিয়ার, বিদেশি মদ, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, বাংলা মদ, এনার্জি ড্রিংক, বার্মিজ জর্দা, কোকেন, হুইস্কি, সিগারেট ও আফিমসহ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়, যা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত অভিযানগুলোতে ২ হাজার ৬৯৩ জন আসামিকে বিভিন্ন মাদকসহ আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত সুরক্ষা ও যুব সমাজ রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন