জয়পুরহাটের পাঁচবিবিতে দ্রুতগতির সিএনজির ধাক্কায় দোলন (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দোলন ওই এলাকার মৃত সমশের আলীর ছেলে। স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কামদিয়া থেকে আসা একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার ভোরে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি ময়নুল ইসলাম জানান, এ দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন