চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অব্যবস্থাপনা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বাসস্ট্যান্ড এলাকায় নাচোল ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি নেতা হাসানুল হক বেনজির, শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও।
বক্তারা অভিযোগ করেন, কয়েক মাস আগে নেসকোর সাবস্টেশন স্থাপন হলেও এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। বরং মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করা হচ্ছে। তারা এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, সাবস্টেশনটি পুরোপুরি চালু করতে ২.৫ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। পাশাপাশি ৩ জনের পরিবর্তে বর্তমানে ১ জন লোকবল থাকায় সমস্যা হচ্ছে, অতিরিক্ত ২ জন নিয়োগ হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন