সাতক্ষীরার উপকূলবর্তী দেবহাটা উপজেলায় নোনা পানির ওপর মাচায় তরমুজ চাষ করে দারুণ সাফল্য পাচ্ছেন কৃষকরা। মৌসুমের বাইরে উৎপাদিত এসব তরমুজ বাজারে কেজিপ্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মিশ্র মাছের ঘেরের ভেড়ির ওপর সবুজ পাতার আড়ালে ঝুলছে লালচে ও সবুজ রঙের তরমুজ, সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন ও বাংলা লিংক জাতের। নিচে ঘেরে মাছের খেলা, ওপরে তরমুজের বাম্পার ফলন, দৃশ্যটি এখন দেবহাটার আলোচনার কেন্দ্রবিন্দু।
কৃষক আবুল খালেক জানান, ৪০ বিঘা মাছের ঘেরের ভেড়িতে মাচা তৈরি করে সুপ্রিম হানি জাতের তরমুজ চাষ করেছেন। উপজেলা কৃষি অফিসের সহায়তায় বিনা মূল্যে বীজ, সার ও কীটনাশক পান তিনি। ৮০ দিন পর ফল ধরতে শুরু করে। প্রথম চালানে ২০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন, পুরো মৌসুমে বিক্রি হবে প্রায় ২ লাখ টাকার বেশি বলে আশা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ মডেল কয়েক বছরের মধ্যে সাতক্ষীরা ছাড়িয়ে দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ছড়িয়ে পড়বে।’