এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে আজ ঢাকা ছেড়ে বাহরাইনের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
ভিয়েতনামের মাটিতে মূল পর্বের টিকিট কাটতে মরিয়া এই দলটির সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ। দলের গুরুত্বপূর্ণ সদস্য কিউবা মিচেলকে ছাড়তে রাজি নয় তার ক্লাব বসুন্ধরা কিংস।
যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মিচেলসহ চার ফুটবলারের টিকিট আগেই কেটে রেখেছিল।
মেহেদী হাসান শ্রাবণ, রিমন হোসেন, মজিবুর রহমান জনি এবং কিউবা মিচেল—এই চার খেলোয়াড়ের বাহরাইনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
কিন্তু বসুন্ধরা কিংস নতুন মৌসুমের কথা মাথায় রেখে এবং ইনজুরির শঙ্কায় মিচেলকে অনাপত্তিপত্র দিতে চাইছে না বলে জানা গেছে।
সম্প্রতি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েদের দারুণ সাফল্য ছেলেদের দলের ওপর চাপ বাড়িয়েছে। তবে এই চাপকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ ও খেলোয়াড়রা।
ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারদের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন শেখ মোরসালিন-আল আমিনরা। কোচ সাইফুল বারী টিটুও মেয়েদের সাফল্যকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন।
তিনি বলেন, 'মেয়েদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা। আমরাও ওই পর্যায়ে যেতে পারব—এই বিশ্বাসটা সবার মধ্যে আছে। আমাদের সেই চেষ্টাটাই থাকবে।'
যুব দল ভিয়েতনামের মূল টুর্নামেন্টের আগে বাহরাইনে প্রায় দুই সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এই সময়ে ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। কোচ টিটু এই ক্যাম্পটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন।
গ্রুপ 'সি' তে আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে।