শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:৫৭ এএম

দুই শ্রমিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:৫৭ এএম

দুই শ্রমিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা

ময়মনসিংহের ফুলপুরে দুই সেনিটারি শ্রমিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় বিএনপির কর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে নির্যাতনের শিকার মো. রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার খারেরপাড় (মেরীগাই) গ্রামের রইছ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান স্বপন (২৫), তিনি ছনধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ ছাড়া বাঘেরকান্দা গ্রামের মৃত তাহের উি নের ছেলে মফিজুল ইসলাম (৫২), খারেরপাড় মেরীগাই গ্রামের মৃত চান মিয়ার ছেলে আলেপ হোসেন (২২) ও একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, জিম্মি হওয়া কুড়িগ্রামের রৌমারী থানার খেয়ারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রেজাউল করিম (৪৩) ও রাঙামাটির লংগদু থানার ঠেকাপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে মো. সাকিব মিয়া (২০) পেশায় সেনিটারি মিস্ত্রি। চার দিন আগে তারা ফুলপুরে টাইলসের কাজ করতে আসেন। এই সুযোগে বিএনপির কর্মী মোখলেছুর রহমান স্বপন তার সহযোগীদের নিয়ে তাদের ধরে ছনধরা খারইপাড় এলাকায় নিয়ে যান। সেখানে একটি ফিশারিপাড়ের একটি ঘরে আটকে দুই দিন ধরে নির্যাতন করেন এবং তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন। এর মাঝে এক লাখ ১০ হাজার টাকা বিকাশে নিয়ে আসা হয়।

পুলিশ বিষয়টি জানতে পেরে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে দুই জিম্মিকে উদ্ধার করে। একই সঙ্গে বিএনপির কর্মীসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, দুজনকে মারধর করে টাকা আদায়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী একজন মামলা করেছেন। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!