চট্টগ্রামের চন্দনাইশে নিজ ঘরের সিলিংয়ে রডের সঙ্গে ফাঁস নিয়ে রোকসানা আকতার (৪৫) নামের ৬ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। পুলিশ ধারণা, অভাবের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ (রহমানিয়া পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোকসানা আকতার ওই এলাকার আমান উল্লাহ কন্যা। তার স্বামী তছলিম উদ্দিন লক্ষ¥ীপুরে থাকেন।
দীর্ঘদিন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই বলে জানা যায়। মৃত রোকসানা তিন ছেলে আর তিন মেয়ে সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নিজ ঘরের সিলিংয়ের রডের সঙ্গে ফাঁস দেয় রোকসানা আকতার। কিছুক্ষণ পর তার মেয়ে কানিজ ঘরে এলে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং থানা পুলিশকে খবর দেয়।