বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালের দিকে তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চাপড়া এতিমখানার হলরুমে এতিম শিশুদের নিয়ে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফিজুর রহমান মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা তাঁতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম প্রমুখ। শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।