মৌলভীবাজারের কমলগঞ্জে পদ্ম ফুল তুলতে গিয়ে এক চা-শ্রমিকের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে মাধবপুর ইউনিয়নের ফাঁড়ি চা-বাগান পদ্মছড়া লেকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওমর বাউরী (২২)। সে বড় লাইন চা-শ্রমকি বস্তির সুশীল বাউরির ছেলে।
পদ্মছড়া চা-বাগান সূত্রে জানা যায়, গতকাল মনসাপূজার জন্য পদ্ম ফুল ও পদ্মপাতা তুলতে পাশের ফাঁড়ি চা-বাগানের লেকে নামেন ওরম বাউরী। এ সময় তিনি লেকের পানিতে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকা লোকজন পানিতে নেমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব নারায়ণ শীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।