মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, শিশুসহ ৩৯ জনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর কাছে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার নেতৃত্ব দেন। অপরদিকে, বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।
ভারত থেকে আসা ব্যক্তিরা হলেসÑ অঞ্জনা রানী ঘোষ (৪২), বিমল অধিকারী (৮৭), মালতি অধিকারী (৭৫), বর্ণা অধিকারী (৩৭), রিয়া অধিকারী (০৪), এসডি বেলায়েত হোসেন (৩৫), হামিদা বেগম (২৯), ইব্রাহীম হোসেন (০৪), তরুণ সেনা (৩৮), প্রভাতী সেনা (৩০), রুমা আক্তার (২০), সাবিনা শেখ (৩২), শেফালী (৪৩), লিটন মিয়া (৩৫), দুলালী খাতুন (৪৫), সৈয়দ আলী (৩১), রমজান আলী (২৮), আরজু আহম্মেদ (৫০), জয়নাল হক (২৬), গোলাম মোস্তফা (২৮), রুবেল (৩৩), মেজবাবুল (২৬), পারভেজ (৩৭), ইমরান (২৪), আশাদুল (২৩), এশাদুল (৫০), মহন আলী (৩৬), প্রকাশ পাল (৩৫), রব্বানী (৩৯)। বাকি ১০ জনের নাম এখনো জানা যায়নি।
বিজিবি কাজিপুর ক্যাম্প জানিয়েছে, ভারত থেকে আসা সবাই বিজিবি হেফাজতে রয়েছে, তথ্য যাচাই-বাছাই শেষে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।
জানা গেছে, হস্তান্তররা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠায়। কারাভোগ শেষে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।