পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে আসাদের ঘরের জানালা দিয়ে একটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল কয়েকজন যুবক। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে আসাদ দৌড়ে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দলের অন্য এক সদস্য এসে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে চোর দলের এক সদস্য সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত সজীব আটঘরিয়া উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
আটঘরিয়া থানার ওসি আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।