ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

যুবকের আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:২০ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজাউল প্রামাণিক (৩৪) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রেজাউল তালোড়া পৌর এলাকার মিয়াপাড়া মহল্লার জহুরুল ইসলাম প্রামাণিকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, রেজাউল দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা তাদের। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় আলোচনা করে মরদেহ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’