হবিগঞ্জের মাধবপুরে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার মনতলা শাহজালাল কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ হাজার ৬০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৩২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়। দেশের অন্যতম পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে কয়েক বছর ধরে এ শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। এর মাধ্যমে মাধবপুরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ায় অনুপ্রাণিত হচ্ছে।
অপরূপা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। স্বাগত বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
শিক্ষাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মো. ফয়সল বলেন, ‘নির্বাচনের আবহ তৈরি হয়েছে। এবার আর দিনের ভোট রাতে হবে না। জনগণ এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’ তিনি আরও বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। এ ব্যাপারে সরকার, সমাজ ও অভিভাবকদের সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।