ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

যুবককে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৭:০৪ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে পরকীয়া প্রেমিক। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের (২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের (৩১) দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী যুবক তরুণ বাধা দেয়। এ সময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।