ঢাকা থেকে জামালপুরের তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা অভিমুখী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই কমলাপুর স্টেশন থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ঢাকার বাইরে থেকে বিমানবন্দর স্টেশনে প্রবেশকারী ট্রেনগুলোর চলাচলে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতরে থেকে যেসব ট্রেন বের হচ্ছে, সেগুলোর চলাচল সচল রয়েছে।
রেল কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার কারণে একটি লাইন বন্ধ থাকলেও অপর একটি লাইন সচল রয়েছে। ফলে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়নি। তবে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে ট্রেনে বা স্টেশনে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে।