রাজধানীতে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের ২০তম বর্ষপূর্তি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে আগত প্রায় ৩৫০ জন শিক্ষা ক্যাডারের শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা পর্বের শুরুতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মোহাম্মদ মফিজুর রহমান বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক আচরণের অবসানের লক্ষ্যে গ্রেড–১ থেকে গ্রেড–৯ পর্যন্ত সমতা বিধানমূলক পদ বিন্যাসের প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি ধাপে ধাপে এ সংক্রান্ত অগ্রগতি তুলে ধরে বলেন, ইনশাআল্লাহ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেবেন।’
পরবর্তী আলোচনায় বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনের সাবেক মহাসচিব জনাব শওকত হোসেন মোল্লা ২৪তম বিসিএস শিক্ষা কর্মকর্তাদের ৪র্থ গ্রেড প্রাপ্তির যৌক্তিকতা তুলে ধরেন এবং এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চলমান কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের মাধ্যমে একটি ন্যায্য ও সমতাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সংগঠনের বর্তমান সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানা আক্তার এবং বিসিএস অল ক্যাডার ফোরামের সভাপতি বদরুল হাসান লিটন।