সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যেন নিজের ছায়া হয়ে আছেন। ব্যাট-বল হাতে আবারও ব্যর্থ হয়েছেন তিনি।
শনিবার অ্যান্টিগায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস বড় ব্যবধানে হেরেছে।
প্রথমে ব্যাট করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শাই হোপ (৮২) ও শিমরন হেটমায়ারের (৬৫) ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে।
জবাবে ব্যাট করতে নেমে ফ্যালকনস ১২৮ রানে অলআউট হয়ে যায়, আর এতে তারা হেরে যায় ৮৩ রানের বিশাল ব্যবধানে।
সাকিব আল হাসান বল হাতে কোনো উইকেট নিতে পারেননি, ২ ওভারে খরচ করেছেন ১৬ রান। এরপর ব্যাট হাতে পাঁচে নেমে করেছেন মাত্র ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফিরেছেন তিনি।
এবারের সিপিএলে সাকিবের অফফর্ম যেন কাটছেই না। চার ইনিংসে তার মোট রান মাত্র ৩৯ আর বোলিংয়ে চার ম্যাচে পেয়েছেন মাত্র একটি উইকেট।
অন্যদিকে, গায়ানার হয়ে শাই হোপ ৫৪ বলে ৮২ রানের চমৎকার ইনিংস খেলেছেন। হেটমায়ার ২৬ বলে ৬৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে রোমারিও শেফার্ড মাত্র ৮ বলে ২৫ রান যোগ করলে গায়ানার স্কোর ২০০ ছাড়িয়ে যায়।
ফ্যালকনসের ব্যাটিংয়ে কিছুটা উজ্জ্বলতা ছড়িয়েছেন কারিমা গোর, যিনি ১৪ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেছেন। তবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে ফ্যালকনসের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।
অভিজ্ঞ এই লেগ-স্পিনার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।
এবারের সিপিএলে এটি ফ্যালকনসের দ্বিতীয় হার। পাঁচ ম্যাচের মধ্যে তাদের দুটি জয় আছে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।