ভারতে ক্রিকেটের তারকা রিঙ্কু সিং এবং রাজনীতির নতুন মুখ প্রিয়া সরোজের প্রেমের গল্পটা শুরু হয়েছিল ২০২২ সালে। ক্রিকেট মাঠের স্ট্রোক এবং রাজনীতির মঞ্চের কথার মতোই তাদের সম্পর্কও শুরু হয়েছে আধুনিক যুগে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
ক্রিকেটার এবং সমাজবাদী পার্টির সাংসদের এই জুটি সম্প্রতি তাদের বাগ্দান সম্পন্ন করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিঙ্কু সিং নিজেই তাদের সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি জানান, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির সময় তার এক ফ্যানপেজে প্রিয়া সরোজের কিছু ছবি দেখতে পান।
প্রথম দেখাতেই প্রিয়াকে তার ভালো লাগে। তিনি সেই ছবিতে লাইক দেন, কিন্তু নিজে থেকে কথা বলার সাহস পাননি।
এর কিছুদিন পর প্রিয়া নিজেই রিঙ্কুর কয়েকটি ছবিতে লাইক দিলে, রিঙ্কু এগিয়ে যান এবং মেসেজ করেন। এভাবেই তাদের কথোপকথন শুরু হয় এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপান্তরিত হয়।
রিঙ্কু বলেন, ২০২২ সাল থেকেই ওকে ভালোবাসি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওর মতো একজনকে জীবনে পেয়েছি।
প্রিয়া সরোজ এখন একজন ব্যস্ত সাংসদ। গ্রামের মানুষের কথা শোনা, সংসদে যোগ দেওয়া—এসব নিয়েই তার সারা দিন কাটে। অন্যদিকে, রিঙ্কুও একজন আন্তর্জাতিক ক্রিকেটার।
তাদের দুজনের এই ব্যস্ততার কারণে এখন আর আগের মতো দীর্ঘ সময় ধরে কথা হয় না। তবে রিঙ্কু জানান, রাতে সামান্য সময়ের জন্য হলেও তাদের নিয়মিত কথা হয়। তাদের ব্যস্ত জীবন তাদের ভালোবাসাকে আরও মজবুত করেছে।
চলতি বছরের জুনে লখনউতে এক জমকালো অনুষ্ঠানে রিঙ্কু ও প্রিয়ার বাগ্দান সম্পন্ন হয়। ক্রিকেট এবং রাজনৈতিক জগতের অনেক বিশিষ্টজন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে নভেম্বর মাসে বিয়ের দিন ঠিক করা হয়েছিল।
তবে আসন্ন এশিয়া কাপ এবং তারপর ঘরোয়া মৌসুমের প্রস্তুতির কারণে রিঙ্কু বিয়ের তারিখ আপাতত পিছিয়ে দিয়েছেন।