ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জয়ের পর পাঁচ ট্রফি নিয়ে মাঠে নামল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:১৯ পিএম
গত মৌসুমে জেতা পাঁচটি ট্রফি। ছবি- সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি)। নিজেদের প্রথম হোম ম্যাচে তারা আঞ্জেরকে ১-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে তারা টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এবং লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।

শনিবার রাতে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজি শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রাখে। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার একটি দারুণ সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে। 

খেলার ২৫ মিনিটের মাথায় জোয়াও নেভেসের অর্জিত পেনাল্টি থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু তার নেওয়া শট ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়।

তবে দেম্বেলের এই ভুলের পরও লুইস এনরিকের দল তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ম্যাচের ৫০ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। ডি-বক্সের ভেতর সৃষ্ট জটলার মধ্য থেকে দারুণ এক শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। তার এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় প্যারিসিয়ানদের।

এই ম্যাচের আগে, পিএসজি তাদের মৌসুমের প্রথম ম্যাচে নঁতের বিপক্ষে জিতেছিল। ঘরের মাঠে আঞ্জেরের বিপক্ষে এই জয় তাদের টানা দ্বিতীয় জয়। এই জয়ে আঞ্জেরের বিপক্ষে নিজেদের মাঠে টানা ১১তম জয় তুলে নিল পিএসজি।

এই ম্যাচে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা দলে ছিলেন না। তার বদলে নতুন চুক্তি করা লুকাস শেভালিয়ারের হাতে গোলবারের দায়িত্ব ছিল।

পিএসজি এই মুহূর্তে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে।

ম্যাচ শেষে, গত মৌসুমে জেতা পাঁচটি ট্রফি, যার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিও ছিল, দর্শকদের সামনে প্রদর্শন করে পিএসজি। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা এই ট্রফিগুলো দর্শকদের সামনে তুলে ধরে, 

এদিন একসাথে পাঁচ ট্রফি সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।