বগুড়ার শিবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে এসো দেশের কথা বলি ফাউন্ডেশন, শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থা ও প্রগতি কল্যাণ সংস্থা। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান।
প্রধান পৃষ্ঠপোষক মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, থানার ওসি শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা অব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।