ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাস্তা সংস্কারের দাবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:০৯ এএম

‘কুখ্যাত রাস্তার বিখ্যাত এলাকা আর না আর নাÑঅটো ডেলিভারি রাস্তা চাই না, চাই না’ স্লোগানে নাটোরের নলডাঙ্গার পীরগাছা-কোমড়পুর হয়ে সরকুতিয়া বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পীরগাছা বাজারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, এলাকার রাস্তাঘাট দুই যুগ ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকারের আমলে এই এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে রাস্তাটি মারণফাঁদে পরিণত হয়েছে। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।