পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে স্থানীয় সুধীজন, রাজনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. রবিউল ইসলাম গত ১৯ আগস্ট বোদা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। এরপর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও সাম্প্রতিক ইস্যু নিয়ে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবীর, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, জামায়াত নেতা সফিউল্লাহ সুফি, এনসিপি উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ প্রমুখ।