ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:১০ এএম

কিশোরগঞ্জের ভৈরবে কাতারপ্রবাসী মানিক মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দড়ি চ-ীবের এলাকার দক্ষিণপাড়ার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মানিক মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামের কাদির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের দড়ি চ-ীবের দক্ষিণপাড়া এলাকার শামসু মিয়ার বাড়ির পেছনে বিলের পানিতে মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে বিলের পানি থেকে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।