নরসিংদীর বেলাবো উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাটুলি ইউনিয়নের মোগা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, মৃত মিলন মিয়ার ছেলে শামীম মিয়ার সঙ্গে মৃত মালেক মিয়ার ছেলে তরিকুল ইসলাম উজ্জ্বল ও তার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে।
শামীম মিয়া দাবি করেন, তিনি পৈতৃক সূত্রে ৪৯ শতাংশ জমির মালিক এবং সেই জমিতে তিনি কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, সকালে জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ মৃত আ. মালেক মিয়ার ছেলে ও বউ তরিকুল ইসলাম উজ্জ্বল, এমরান, সেলিনা মোতালিব মিয়ার ছেলে মনির ও মোতালিব দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শামীমের মা হাসনা বেগম, চাচি রাশিদা বেগম এবং চাচা খলিল মিয়া গুরুতর আহত হন। আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
অপর পক্ষের সদস্য বাতেন মিয়া বলেন, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কারা কাকে মারছে, সেটা আমরা জানি না।’
বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘সংঘর্ষের বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন