ভোলার লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মাদ্রাসার ৬ ছাত্রী। গতকাল বুধবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীরা হলেন- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। তারা সবাই ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, গতকাল দুপুর ১২টার দিকে মাদ্রাসার দশম শ্রেণির ৬ ছাত্রী পাশের দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালা-পোড়া শুরু হয়। এরপর একে একে ভুক্তভোগ ছাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। চিকিৎসক ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাসকষ্টে ভুগতে দেখেছি, তবে তাদের মাধ্যে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন