ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পুলিশের গাড়ি দেখে পালানো সেই ব্যবসায়ী নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:১২ এএম
ব্যবসায়ী নিখোঁজ

গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের টহল গাড়ি দেখে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী দৌড়ে পালাতে গিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

নিখোঁজ ব্যবসায়ীর স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসে ৮-১০ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমজাদের ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। একপর্যায়ে আমজাদ তুরাগ নদে ঝাঁপ দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী তুরাগ নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যবসায়ী উদ্ধারে কাজ শুরু করে। তবে বেলা ১১টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী জানান, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় পুলিশ তাকে বিরক্ত করত। বুধবার তাকে ধরতে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দায়িদের বিচার চান তিনি। নিখোঁজ আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, নিখোঁজ আমজাদ হোসেনকে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো তার হদিস মেলেনি।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বলেন, বুধবার সন্ধ্যায় একদল লোকের তাড়া খেয়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবির উপকমিশনার রেজাউর রহমান জানান, আমাদের ডিবি পুলিশের নিয়মিত টহল গাড়ি দেখে এক ব্যক্তি পালিয়েছেন। যা আমরা লোকমুখে জানতে পারি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।