সাঘাটায় বাড়ি থেকে ডেকে নিয়ে কৌশলে মিলন ইসলাম (২৪) নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গত রোববার সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, মথরপাড়া গ্রামের ফকিরা ওরফে তছলিম উদ্দিনের ছেলে মিলন ইসলাম। অপহৃত মিলন ইসলামের বড় ভাই আলমগীর ইসলাম বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক। ওই সমিতির কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অফিস করার লক্ষ্যে মথরপাড়া মাদারদহ বাজারের জনৈক শরিফুল ইসলামের স্থাপিত মার্কেটসহ জমি ক্রয়ের জন্য বায়না সম্পাদন করেন । এর পর থেকে একই ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে ফুয়াদ হোসেন ও মথরপাড়া গ্রামের মৃত আইজল রহমানের ছেলে তানজিল মিয়া বিভিন্ন সময় ১০ লাখ টাকা চাঁদা দাবিসহ আলমগীর ইসলামের পরিবারের লোকজনের গতিবিধি অনুসরণ করতে থাকে। এ ব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম জানান, এজাহার পেয়েছি, তদন্তের জন্য এসআই-কে দিয়েছি, সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন