জয়পুরহাটের কালাইয়ে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে এই ভ্রাম্যমাণ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সহযোগী আয়োজক হিসেবে আছেন মেট লাইফ ফাউন্ডেশন। দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবেই এই ভ্রাম্যমাণ বইমেলা এবার অনুষ্ঠিত হচ্ছে কালাই উপজেলায়। বইমেলায় প্রতিটি বইয়ে রয়েছে ২৫% থেকে ৩৫% পর্যন্ত মূল্যছাড়। আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন