ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

গাঁজাসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৫ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ ঈশ্বরদীর দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ঢাকা-রংপুর মহাসড়কের শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ম-লের স্ত্রী রেখা বেগম (৪৫) ও পুরাতন ইশ্বরদী থানার শামীম প্রামাণিকের স্ত্রী রুবিনা বেগম (৪০)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) অনিমা রায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায় এ সময় বিশেষ কায়দায় তাদের কাছে রাখা গাজা উদ্ধার করা হয়।