দশমিনা উপজেলা মৎস্য দপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের মাধ্যমে বর্ষাপ্লাবিত, ধানখেত, প্লাবনভূমি, খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা মো. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল এস এম আজাহারুল ইসলাম, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুল আলম তালুকদার প্রমুখ।