ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

পেন্নাই-মতলব ১৫ কি.মি সড়কের জনদুর্ভোগ

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫২ এএম

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেন্নাই-নায়েরগাঁও-ভায়া মতলব আঞ্চলিক সড়কটি দীর্ঘ ছয় বছর ধরে মেরামত না হওয়ায় বেহাল দশায় পড়েছে। সড়কটির খানা খন্দে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের জন্য ঝুঁকি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি দাউদকান্দির দক্ষিণ অঞ্চলের ছয়টি ইউনিয়ন এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণের বাসিন্দাদের জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান মাধ্যম।

সিএনজিচালক নূরে আলম জানান, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। চলাচলে অনেক ভোগান্তি হচ্ছে।’ বিটিশ্বর গ্রামের অটোচালক শাহাবুদ্দিন বলেন, ‘রাস্তার পিচধোনা উঠে যাওয়ায় সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।’

সরেজমিন দেখা গেছে, মতলব-পেন্নাই সড়কের গৌরীপুর এলাকায় বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তে ভোগান্তি ছড়িয়ে রয়েছে। তারপরও সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও বিভিন্ন পরিবহন।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের গৌরীপুর উপ-বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘অতি বৃষ্টির কারণে সড়কে পিচ ঢালাই উঠে গেছে। আমরা সরেজমিন পরিদর্শন করে কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিছু অংশে ইতোমধ্যেই সংস্কার করা হয়েছে। পুনর্নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।’