ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

মাদকের বিনিময়ে মিয়ানমারে খাদ্য পাচার, আটক ১০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫৬ এএম

মিয়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্যসামগ্রী ও অন্যান্য দ্রব্যাদিসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।  গতকাল রোববার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।