ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নিখোঁজের ১৪ মাস পর ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। বিজিবি অধিনায়ক জানান, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন গত ১৪ মাস ধরে নিখোঁজ ছিলেন। জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কায়েমপুরের আমির আলীর ছেলে।

তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়।

গত শুক্রবার ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। এরপর তারা বিজিবির ৫৩ ব্যাটালিয়নকে ঘটনাটি অবহিত করে। জাকিরের পরিচয় নিশ্চিত করে বিজিবি। পরে বিএসএফকে জানালে জাকির হোসেনকে ফেরত দেয় তারা। জাকির হোসেনকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।