ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

দিনদুপুরে নারীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:০৩ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর গ্রামে ছালেহা খাতুন নামের এক নারীর বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজস্ব জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন ছালেহা খাতুন। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিবেশী আবু বক্কার ও আবুল কাসেম দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি ও অত্যাচার চালিয়ে আসছিলেন।

গত ৪ সেপ্টেম্বর সকালে পরিকল্পিতভাবে আবু বক্কার ও আবুল কাসেমসহ ৫-৬ জন দা, লোহার শাবল, রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা দুটি টিনের ঘর ভাঙচুর করে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় ঘরে থাকা একটি খাট, দুটি সুকেসসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়, যার মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে প্রতিপক্ষ ভাঙা টিন খুলে স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।

ঘটনার সময় ছালেহা খাতুন বাধা দিলে আবু বক্কার ও আবুল কাসেম তার চুল ও কাপড় ধরে  টেনেহেঁচড়া করে বিবস্ত্র ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে হাবিব কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করেছেন। কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।