গাজীপুরে অপারেশন থিয়েটারে (অস্ত্রোপচার কক্ষ) প্রচ- ব্যথায় চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারি কে কে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নারীকে থাপ্পড় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, অ্যালার্জির সমস্যা কারণে বেশ কিছুদিন আগে একটি ইনজেকশন নিয়েছিলেন তিনি। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যথা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন ইনফেকশন গুরুতর আকার ধারণ করেছে। তাই অপারেশন করতে ভর্তি হন হাসপাতালে। তবে দালালের চক্করে পড়ে গেল গত মঙ্গলবার রাতে স্থানীয় কে কে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। অ্যানেস্থিসিয়া দেওয়ার পর শুরু হয় অপারেশন। কিন্তু প্রচ- ব্যথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোরে থাপ্পড় দেন চিকিৎসক। ফলে গালে ক্ষত তৈরি হয়।
তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, রোগী নড়াচড়া করার একপর্যায়ে বিছানা থেকে পড়ে যাওয়ার সময় ধরে ওঠানোর সময় ব্যথা লাগতে পারে। তবে কোনো অ্যানেস্থিসিয়া কাজ করেনি, সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।