ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ সম্মেলন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৫ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় দাইমপুর ইশার উদ্দিন দাখিল মাদ্রাসা সুপার আব্দুস সালামের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত ফয়েজ উদ্দিন ম-লের ছেলে ও বর্তমান ম্যানেজিং কমিটি গঠনের সভাপতি পদপ্রার্থী রাজ্জাক-উল-হাইদার ম-ল।

তিনি বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে ঘিরে অনিয়ম করেছেন সুপার আব্দুস সালাম। তিনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ রয়েছে। তিনি নিয়োগ ও যোগদানপত্র ভুয়া তৈরি করেছেন। কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় ও মাদ্রাসায় বরাদ্দ টাকায় মাটি ভরাট না করে গর্ত করে মাদ্রাসার ক্ষতি সাধনসহ অনেক অনিয়ম ও অপরাধ করেছেন।