ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

স্মারকলিপি প্রদান

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৭ এএম

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বিতর্কিত আদিবাসীবিষয়ক প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে রাঙামাটির সচেতন ছাত্র-জনতা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতার পক্ষে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি তাজুল ইসলামসহ অন্য নেতারা। স্মারকলিপিতে বলা হয় গণমাধ্যম কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সেখানে সুকৌশলে আদিবাসী বিষয়ে কিছু প্রস্তাবনা সন্নিবেশিত করেছে, যা রাষ্ট্র ও সংবিধানবিরোধী। বাংলাদেশ সরকার যেখানে বাংলাদেশে আদিবাসী নেই উল্লেখ করে প্রজ্ঞাপন দিয়েছে সেখানে আইএলও কনভেনশনের বরাত দিয়ে আদিবাসী ইস্যুতে প্রস্তাব দেওয়া অবান্তর।