ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সেমিনার অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫৮ এএম

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন জরুরি। গতকাল বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত ‘ইধহমষধফবংয রহ ঞৎধহংরঃরড়হ: এড়াবৎহধহপব, ঊপড়হড়সু ধহফ চড়ষরপু জবভড়ৎসং’ শীর্ষক সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তৃতাকালে খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য প্রথমে চিন্তাগত দৃঢ়তা অর্জন করতে হবে, স্পষ্টভাবে সমস্যার জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং ধারণাগুলোকে বাস্তবায়নের পর্যায়ে নিতে হবে। এ জন্য কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে নীতিগত সমন্বয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংস্কারের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবে নির্ধারণ করা জরুরি।