- ১৮১ কৃষি ব্লকের মধ্যে ৭৮টিতেই কর্মকর্তা নেই
- একজন কর্মকর্তার কাঁধে তিন ব্লকের দায়িত্ব
মাদারীপুর জেলায় মাঠপর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তার তীব্র সংকটে চাষাবাদ কার্যক্রমের তদারকি ধীরগতিতে চলছে। এতে সরকারের নেওয়া উন্নয়নমূলক সেবা প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১৮১টি কৃষি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে একজন করে কৃষি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগের বিধান থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০৩ জন। বাকি ৭৮টি ব্লক বহু বছর ধরে শূন্য পড়ে আছে। ফলে অনেক ইউনিয়নে তিনটি ব্লকের দায়িত্ব একাই পালন করছেন একজন কর্মকর্তা। এতে কৃষকরা নিয়মিত পরামর্শ ও সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন পান্ডে বলেন, ‘২০১৭ সালে যোগদানের পর থেকে তিনটি ব্লকের দায়িত্ব পালন করছি। একার পক্ষে সব কৃষকের কাছে যাওয়া সম্ভব হয় না।’ একইভাবে কুনিয়া ইউনিয়নের কৃষি কর্মকর্তা জামাল হোসাইন জানান, দুটি ব্লকের দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়।
কৃষকরা অভিযোগ করেছেন, জনবল সংকটের কারণে কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে যেতে না পারায় তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রণোদনা ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কৃষক বাবুল হোসেন বলেন, ‘কৃষি কর্মকর্তারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না। ফলে সরকারি উন্নয়ন সুবিধা হাতছাড়া হয়।’ একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কালকিনি, রাজৈর, শিবচর ও ডাসারের কৃষকরাও।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘অবসর ও বদলিজনিত কারণে ৭৮টি পদ শূন্য রয়েছে। আমরা প্রতি মাসেই ঢাকায় জনবল চাহিদা পাঠাচ্ছি। কেন্দ্র থেকে নিয়োগ না আসা পর্যন্ত পাশের ব্লকের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালাতে হচ্ছে।’